কুলিক নদীনাগরনদীর উপ-নদী। এনদীর শ্রোত ধারা বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, হরিপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিতহচ্ছে।
নাগর নদীঃ
নাগরনদীভারত হতে উৎপন্নহয়ে পঞ্চগড় জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।পঞ্চগড়ের আটোয়ারীউপজেলা থেকে বালিয়াডাঙ্গীহয়েরাণীশংকৈলে প্রবেশকরেছে।রাণীশংকৈলেরপশ্চিমঅঞ্চল দিয়ে প্রবাহিতহয়েহরিপুর উপজেলা হয়ে পূণরায় ভারতে প্রবেশ করেছে।
তীরনই নদীঃ
নাগর নদীর আরেকটি শাখা নদী হচ্ছে তীরনই নদী। নদীটি বালিয়াডাঙ্গীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নদীর উৎস্য হতে ৪২ কিঃমিঃ দূরে গিয়ে নাগর নদীর সাথে মিলিত হয়েছে।
রাণীশংকৈল উপজেলার খাল ও জলা ভূমি = লেহেম্বা বিল, পামোল বিল, কাশিপুর বিল, বুড়া বিল, গড়গড়িয়া বিল।