রাণীশংকৈল উপজেলার অর্থনৈতিক কর্মকান্ড মূলতঃ কৃষিজ পণ্য ও কৃষি কাজের উপর নির্ভরশীল। ইতোমধ্যে এ উপজেলার গম, আলু, ফুলকপি, মুলা, পটল, বেগুন, আম ও লিচু সারাদেশে বেশ পরিচিতি লাভ করেছে। মূলতঃ এ উপজেলার অর্থনৈতিক কর্মকান্ড এই কৃষিজ পণ্যকে ঘিরেই আবর্তিত হয়। এখানকার উল্লেখযোগ্য ব্যবসা কেন্দ্র হিসেবে নিম্নলিখিত বাজার গুলো উল্লেখযোগ্য।
১। নেকমরদ বাজার
২। বন্দর বাজার
৩। শিবদিঘী বাজার
৪। আলশিয়া হাট
৫। কাতিহার হাট
৬। ভরনিয়া বাজার
৮। বলিদ্বারা বাজার
৯। গোগর বাজার
১০। রামপুর বাজার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস