Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঐতিহ্যবাহী শালবন
স্থান

ঐতিহ্যবাহী শালবন, ৪নং লেহেম্বা  ইউনিয়ন, রানীশনকৈল, ঠাকুরগাঁও।

কিভাবে যাওয়া যায়

রানীশংকৈল উপজেলা সদর হতে মাত্র ০.৫ কিলোমিটার পূর্ব দক্ষিনে অবস্থিত। অটো, রিক্সা , ভ্যান ইত্যাদির মাধ্যমে যাতায়াত করা যায়।

যোগাযোগ

অটো, রিক্সা , ভ্যান ইত্যাদির মাধ্যমে উপজেলা হতে  ভ্রমন করা যায়। আরো বিস্তারিত জানতে বা সহযোগিতার প্রয়োজন হলে  স্থানীয় গ্রাম পুলিশের সহযোগীতা নিতে পারেন। গ্রাম পুলিশের মোবাইল নম্বরঃ 01768916704

বিস্তারিত

দূর দুরান্ত থেকে অনেক পর্যটক আসেন এই শালবনটি দেখতে। শালবনের পাশ দিয়ে চলে গেছে কুলিক নদী। কুলিক নদীর পানির কল কল শব্দে আর শালবনের পাখির কিচিরমিচির শব্দে পর্যটকদের মন জুড়িয়ে যায়। এখানে ছোটখাটো অনেক নাটক, শর্ট ফিল্মের শুটিং করা হয়। খুবই নির্জন নিরিবিলি একটি পরিবেশ। শালবনের পাশে নদীর স্রোতে দুচোখ রাখলে মন জুড়িয়ে যায়।