Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জগদল রাজ বাড়ী
স্থান

জগদল,কাশিপুর,রাণীশংকৈল,ঠাকুরগাঁও।

কিভাবে যাওয়া যায়

রাণীশংকৈল হতে বাস যোগে কাউন্সিল বাজার, কাউন্সিল বাজার হতে ভেন যোগে জগদল রাজবাড়ী যাওয়া যায় । জেলা হতে ৫১ কিঃমিঃ বাস ও রিকসা ভ্যান যোগে- প্রায় ৩.০০ঘন্টা সময় লাগে ও রাণীশংকৈল উপজেলা হতে প্রায় ২০ কিঃমিঃ পশ্চিম-উত্তরে এটি রয়েছে। বাস ও রিকসা ভ্যান যোগে- প্রায় ১.৫ ঘন্টা সময় লাগে।

যোগাযোগ

0

বিস্তারিত

রাণীশংকৈল উপজেলা সদর হতে নেকমরদ জাতীয় মহাসড়ক ৯ কিঃ মিঃ, নেকমরদ হতে কাদিহাট বটতলী পাকা রাম্তা ৫ কিঃ মিঃ এবং বটতলী হতে কাশিপুর ইউনিয়নের জগদল নামক স্থানে নাগর ও তীরনই নদীর মিলন স্থলে ছোট একটি রাজবাড়ি রয়েছে। যার জমির পরিমান ৫.৩০ মধ্যে ৩.৮৭, জমির শ্র্রেণী: বাস্তু।রাজবাড়িটির সম্ভাব্য নির্মাণ কাল উনবিংশ শতাব্দীর মধ্যভাগ। বর্তমানে রাজবাড়িটি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। রাজবাড়ী খেকে প্রায় ১০০মিটার পষ্চিমে নাগর নদির পাড়ে মন্দির ছিল যা আজ সম্পূর্ণ ধ্বংসস্তুপ ছাড়া আর কিছুই নেই। জগদলের রাজকুমার ছিলেন শ্রী বীরেন্দ্রনাথ কুমার । তাঁর সঙ্গে বাকীপুরের জমিদার রায় পূর্ণেন্দু নারায়ন সিংহের পুত্র শ্রী নলিনি রঞ্জনের কনিষ্ঠা কন্যা শ্রী মতি আশালতা দেবীর বিয়ে হয়। শ্রী বিরেন্দ্র কুমার সুশিক্ষিত ছিলেন। বই এর প্রতি ছিল তাঁর প্রবল অনুরাগ। এ কানরণে তিনি গড়ে তুলেছিলেন সমৃদ্ধ পাঠাগার। ততকালীন সুরেন্দ্রনাথ কলেজ-বর্তমান দিনাজপুর সরকারী কলেজে ১৯৪৮ সালে তার পাঠাগারের বইগুলো দান করা হয়, যার মূল্যমান ধরা হয় ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার ) টাকা।